Wellcome to National Portal
Main Comtent Skiped

বয়স্ক ভাতা

বয়স্ক ভাতা

দেশের বয়োজ্যেষ্ঠ দুস্থ ও স্বল্প উপার্জনক্ষম অথবা উপার্জনে অক্ষম বয়স্ক জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা বিধানে ও পরিবার ও সমাজে মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে ১৯৯৭-৯৮ অর্থ বছরে  ‘বয়স্কভাতা’ কর্মসূচি প্রবর্তন  করা হয়। প্রাথমিকভাবে দেশের সকল ইউনিয়ন পরিষদের প্রতিটি ওয়ার্ডে ৫ জন পুরুষ ও ৫ জন মহিলাসহ ১০ জন দরিদ্র বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে প্রতিমাসে ১০০ টাকা হারে ভাতা প্রদানের আওতায় আনা হয়। পরবর্তীতে দেশের সকল পৌরসভা ও সিটিকর্পোরেশন এ কর্মসূচির আওতাভুক্ত করা হয়। সরকারের সর্বোচ্চ পর্যায়ের নিবিড় তদারকি এবং সমাজসেবা অধিদফতরের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের নিরলস পরিশ্রমে বিগত ৪ বছরে বয়স্কভাতা বিতরণে প্রায় শতভাগ সাফল্য অর্জিত হয়েছে। 

 

বর্তমানে বয়স্কভাতা কার্যক্রমে অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সর্বমহলে গ্রহণযোগ্য করে তোলার জন্য যে সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা হলো; ডাটাবেইজ প্রণয়নের উদ্যোগ গ্রহণ এবং 2020-2021 অর্থবছর হতে ডিজিটাল পদ্ধতিতে (G2P) শতভাগ ভাতা বিতরণ করার উদ্যোগ নেয়া হয়েছে।

 

কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য

(১) বয়স্ক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা বিধান;

(২) পরিবার ও সমাজে তাঁদের মর্যাদা বৃদ্ধি;

(৩) আর্থিক অনুদানের মাধ্যমে তাঁদের মনোবল জোরদারকরণ;

(৪) চিকিৎসা ও পুষ্টি সরবরাহ বৃদ্ধিতে সহায়তা করা।

 

প্রার্থী নির্বাচনের মানদন্ড:

(নাগরিকত্বপ্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।

(বয়সসর্বোচ্চ বয়স্ক ব্যক্তিকে অগ্রাধিকার প্রদান করতে হবে।

(স্বাস্থ্যগত অবস্থাযিনি শারীরিকভাবে অক্ষম অর্থাৎ সম্পূর্ণরূপে কর্মক্ষমতাহীন তাঁকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। 

(আর্থ-সামাজিক অবস্থা:  

()  আর্থিক অবস্থার ক্ষেত্রেনিঃস্বউদ্বাস্ত্ত ও ভূমিহীনকে ক্রমানুসারে অগ্রাধিকার দিতে হবে।

(সামাজিক অবস্থার ক্ষেত্রেবিধবাতালাকপ্রাপ্তাবিপত্নীকনিঃসন্তানপরিবার থেকে বিচ্ছিন্ন ব্যক্তিদেরকে ক্রমানুসারে অগ্রাধিকার দিতে হবে।

(ভূমির মালিকানাভূমিহীন ব্যক্তিকে অগ্রাধিকার দিতে হবে। এক্ষেত্রে বসতবাড়ী ব্যতীত কোনো ব্যক্তির জমির পরিমাণ ০.৫ একর বা তার কম হলে তিনি ভূমিহীন বলে গণ্য হবেন।

 

ভাতা প্রাপ্তির যোগ্যতা ও শর্তাবলী

(১) সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে;

(২) জাতীয় পরিচিতি নম্বর থাকতে হবে;

(৩) বয়স পুরুষের ক্ষেত্রে সর্বনিম্ন ৬৫ বছর এবং মহিলাদের ক্ষেত্রে সর্বনিম্ন ৬২ বছর  হতে হবে।

সরকার কর্তৃক সময় সময় নির্ধারিত বয়স বিবেচনায় নিতে হবে; 

(৪) প্রার্থীর বার্ষিক গড় আয় অনূর্ধ ১০,০০০ (দশ হাজার) টাকা হতে হবে;

(৫) বাছাই কমিটি কর্তৃক নির্বাচিত হতে হবে।

 

ভাতা প্রাপ্তির অযোগ্যতা

(১) সরকারি কর্মচারী পেনশনভোগী হলে;

(২) দুঃস্থ মহিলা হিসেবে ভিজিডি কার্ডধারী হলে;

(৩) অন্য কোনোভাবে নিয়মিত সরকারী অনুদান/ভাতা প্রাপ্ত হলে;

(৪) কোনো বেসরকারি সংস্থা/সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান হতে নিয়মিতভাবে আর্থিক অনুদান/ভাতা প্রাপ্ত হলে।

 

 

মতলব উত্তর উপজেলার বিভিন্ন ইউনিট ভিত্তিক বয়স্ক ভাতাভোগীর তথ্যঃ

 

ক্রমিক নং

পৌরসভা/ইউনিয়নের নাম

বয়স্ক ভাতা গ্রহীতার সংখ্যা  (২০২০-২০২১ অর্থবছরে বৃদ্ধিকৃত)

মাসিক ৫০০/- টাকা হারে

ছেংগারচর পৌরসভা

১৮৭২ (৭৯৮) জন

বাগানবাড়ী

১১৮১ (৩৬৭) জন

জহিরাবাদ

৬৫৯ (১২৯) জন

ফরাজিকান্দি

১৯৭৩ (৬৫১) জন

দূর্গাপুর

১৬০৩ (৫৭১) জন

ইসলামাবাদ

১০৪০ (৪১৯) জন

ফতেপুর পূর্ব

১২১৯ (৪১১) জন

সুলতানাবাদ

১১৭০ (৩৫৩) জন

কলাকান্দা

৬৭৭ (১১৬) জন

১০

ষাটনল

১০৪৯ (২২৯) জন

১১

সাদুল্যাপুর

১১৬৮ (২৮১) জন

১২

মোহনপুর

১০৯৯ (২৩৯) জন

১৩

এখলাছপুর

৮১৯ (১৩২) জন

১৪

ফতেপুর পশ্চিম

১১০৯ (২৭৯) জন

১৫

গজরা

৬১৬ (২৯৩) জন

 

সর্বমোট=

১৭২৫৪ (৫২৬৮) জন